বিজিবি’র অভিযানে ৬১ কোটি ২৫ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার

562

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে পৃথক অভিযান চালিয়ে মোট ৬১ কোটি ২৫ লক্ষ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে।
আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১২ লাখ ৯ হাজার ৫২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩ হাজার ৬৫১ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫৬৬ বোতল বিদেশী মদ, ২৮৩ ক্যান বিয়ার, ১ হাজার ১৭৫ কেজি গাঁজা, ১ কেজি ৪৯৬ গ্রাম হেরোইন, ১৬ হাজার ৩৯৩টি উত্তেজক ইনজেকশন, ৭ হাজার ৫৭২টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৫ লাখ ৮৯ হাজার ৪৩০টি অন্যান্য ট্যাবলেট।
চোরাচালান পণ্যের মধ্যে ৯ কেজি ৮৬৪ গ্রাম স্বর্ণ, ৭৪ কেজি ১৫ গ্রাম রূপা, ৮৫৯টি ইমিটেশনের গহনা, ৫০ হাজার ৪০৪টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৯৭২টি শাড়ি, ১৩৩টি থ্রিপিস বা শার্টপিস, ২৩ মিটার থান কাপড়, ১৭টি তৈরী পোশাক, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১৪৯ ঘনফুট কাঠ, ২ হাজার ৮২৩ কেজি চা পাতা, ৪৯ হাজার ৫০৫ কেজি কয়লা, ১টি ট্রাক, ১টি পিকআপ, ২৩টি সিএনজি ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭৯টি মোটর সাইকেল রয়েছে।
এছাড়া উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি রিভলবার, ১টি এলজি এবং ৬ রাউন্ড গুলি।
সীমান্তে গত মাসে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৮৪ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৫৬ জন বাংলাদেশী নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।