চট্টগ্রামে করোনার সংক্রমণ নতুন ৫৮ জন

200

চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রামে নতুন ৫৮ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
সংক্রমণের হার ১০ দশমিক ৩৭ শতাংশ। করোনাক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের চারটি ল্যাবে সোমবার ৫৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নগরীর ৫১ জনসহ ৫৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। ফলে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা এখন ১৭ হাজার ১১০ জন।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নগরীর সরকারি চারটি ল্যাবেই নমুনা পরীক্ষা হয়েছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ও শেভরনের ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো
হয়নি।
ল্যাবভিত্তিক হিসেবে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩০১টি নমুনা পরীক্ষায় ২৩টিতে করোনার জীবাণু পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ জন পজিটিভ শনাক্ত
হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩৫টি নমুনায় ৬ টিতে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৬৯ জনের নমুনায় ২১ জন করোনার ভাইরাসবাহক বলে শনাক্ত হন।
সর্বশেষ ১২ দিনের রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, গত ৩০ আগস্ট রোববার ৭২ জনের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ১০ দশমিক ২১ শতাংশ। ২৯ আগস্ট ২৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। সংক্রমণ হার ৭ দশমিক ৯৫ শতাংশ। ২৮ আগস্ট ৮৮ জন সংক্রমিত হন, হার ১০ দশমিক ২৮ শতাংশ। ২৭ আগস্ট ১০৪ জনের
শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মেলে, হার ১১ দশমিক ৮৪ শতাংশ। ২৬ আগস্ট ৭৪ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়, হার ৯ দশমিক ৩০ শতাংশ। ২৫ আগস্ট ৭৬ জন করোনাক্রান্ত হন, হার ১০ দশমিক ১৮ শতাংশ। ২৪ আগস্ট ৮৮ জন করোনা পজিটিভ শনাক্ত হন, হার ১২ দশমিক ০২ শতাংশ। ২৩ আগস্ট ১০৫ জন পজিটিভ শনাক্ত হন, হার ১৩ দশমিক ৭২ শতাংশ। ২২ আগস্ট জীবাণু মেলে ৩২ জনের নমুনায়, হার ১০ দশমিক ৮৮ শতাংশ। ২১ আগস্ট ৮৩টি নমুনা পজিটিভ শনাক্ত হয়, হার ১২ দশমিক ৪২ শতাংশ। ২০ আগস্ট আক্রান্ত হন ৮৯ জন, হার ১০ দশমিক ৯০ শতাংশ। ১৯ আগস্ট ৯৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়, হার ১২.০৯ শতাংশ।