জাপানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ১৪ সেপ্টেম্বর ভোট

351

টোকিও, ১ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী ১৪ সেপ্টেম্বর ক্ষমতাসীন দলে ভোট অনুষ্ঠিত হবে। এ দিন দলটি ভোট দিয়ে তাদের নতুন নেতা নির্বাচন করবে।
মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
নির্বাচিত নতুন নেতা প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের স্থলাভিষিক্ত হবেন। জাপানে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা অ্যাবে শারিরীক কারণ দেখিয়ে পদত্যাগ করছেন।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি মঙ্গলবার দিনের শেষে অথবা বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তবে সীমিত আকারে ভোটাভুটির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে বলে জানা গেছে।
আগামী ৮ সেপ্টেম্বর প্রার্থীদের তাদের নাম রেজিস্ট্রিভুক্ত করতে হবে। এর পরপরই প্রচারণার কাজ চলবে।
সীমিতভাবে ভোটাভুটির প্রসঙ্গে দলের সাধারণ পরিষদের চেয়ারম্যান শুনিচি সুজুকি বলেন, প্রধানমন্ত্রী অসুস্থ। খুবই
কঠিন পরিস্থিতিতে তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। আমরা যদি বৃহৎ পরিসরে নির্বাচন করি তাহলে দু’মাস সময় লেগে যাবে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিবেচনায় দু’মাস অনেক সময়। আমরা এতো সময়
নিতে পারি না।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন।