বাসস দেশ-১২ : রাজধানীতে বাসের চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক ও সহকারিসহ ৪ জন গ্রেফতার

136

বাসস দেশ-১২
শিক্ষার্থী নিহত-গ্রেফতার
রাজধানীতে বাসের চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক ও সহকারিসহ ৪ জন গ্রেফতার
ঢাকা, ৩০ জুলাই, ২০১৮ (বাসস) : রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত দুই বাসচালক ও তাদের সহকারীসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃত জাবালে নূর পরিবহনের দুই বাসচালক হচ্ছে জুবায়ের ও সোহাগ। তবে তাৎক্ষণিকভাবে তাদের সহকারীদের নাম জানা যায়নি।
র‌্যাব-১ উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বাসসকে জানান, আজ ভোরে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই তারা আত্মগোপনে ছিলো। তাদের ক্যান্টনমেন্ট থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহান হক জানান, বাসচালক ও চালকের সহকারীদের বিরুদ্ধে রোববার রাতে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে র‌্যাডিসান ব্লু হোটেলের বিপরীতে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলোথ দিয়া আক্তার মীম ও আব্দুল করিম। এ সময় আরো অন্তত ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়।
বাসস/নিজস্ব/এমএমবি/১৬১০/-কেজিএ