টি-২০ দলে ফিরতে চান রুট

328

লন্ডন, ৩১ আগস্ট ২০২০ (বাসস) : ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট। ওয়ানডে দলেও নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। কিন্তু টি-২০ ফরম্যাটে নিয়মিত হতে পারছেন না রুট। তাই টি-২০ দলে ফিরতে মরিয়া হয়ে আছেন রুট। ফিরতে পারলে, ছোট ফরম্যাটেও নিজের জায়গা পাকাপোক্ত করতে চান গতরাতে টি-২০ ব্লাস্টে খেলতে নেমেই অলরাউন্ড পারফরমেন্স করা রুট।
তিনি বলেন, ‘আমরা লক্ষ্য যত দ্রুত সম্ভব টি-২০ দলে সুযোগ পাওয়া। ছোট ফরম্যাটের দলে নিজের জায়গাটা পুনরুদ্ধার করতে চাই। কারন আগামী দু’বছর দু’টি বিশ্বকাপ রয়েছে। সেই লক্ষ্যেই দলে ফিরতে মুখিয়ে আছি আমি।’
করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকার পর, গেল ৮ জুলাই থেকে টেস্ট দিয়ে খেলা। দেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি রুট। স্ত্রী সন্তানসম্ভবা থাকায় প্রথম টেস্ট সড়ে দাঁড়ান তিনি। এরপর ক্যারিবীয়দের বিপক্ষে দু’টি টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট খেলেছেন রুট।
গেল ২৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি শেষ হয়েছে। চারদিনের বিশ্রাম শেষে আবারো ক্রিকেট মাঠে ফিরেন রুট। ইংল্যান্ডের ঘরোয়া আসর ভাইটালিটি টি-২০ ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে খেলতে নামেন তিনি। খেলতে নেমেই ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন রুট।
ব্যাট হাতে ৪০ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ রান করেন তিন নম্বরে খেলতে নামা রুট। এরপর বল হাতে ২ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। ফলে, তার দল ৯৯ রানে হারিয়েছে ডার্বিশায়ারকে।
টি-২০ দলে ফিরতেই ছোট ফরম্যাটে ভালো করার মিশন নিয়ে খেলতে নামেন রুট। ম্যাচ শেষে ক্লাবের ওয়েবসাইটে রুট বলেন, ‘আমি জাতীয় দলে ফিরতে চাই। এখনই হাল ছাড়ছি না। এই মূর্হুতে নিজের অবস্থান নিয়ে আমি বাস্তববাদী। আমি ভালো করলে, আবারো দলে সুযোগ পাবো। আমি চাই ইংল্যান্ড যে দল নিয়েই খেলুক না কেন, ভালো ফল করুক। আমি যদি সেরা একাদশ বা দলে না থাকি, তাতেও সমস্যা নেই। যারা খেলবে, তাদেরকেই আমি সমর্থন করব। আমার থেকে যদি ভালো কেউ খেলতে পারে, তবে তাকেই দলে নেওয়া উচিত।’
২০১২ সালে টি-২০ অভিকে হয় রুটের। গেল বছরের মে’তে দেশের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি। এরপর আর টি-২০ খেলা হয়নি রুটের। দীর্ঘদিন টি-২০ থেকে দূরে থাকায় কিছুটা হতাশ তিনি। তবে এজন্য কাউকে দোষারোপ করছেন না এই ডান-হাতি ব্যাটসম্যান, ‘দেড় বছরের বেশি হলো, আমি টি-২০ দলের বাইরে। স্বাভাবিকভাবেই এটি হতাশার। তবে এখানে অন্য কারও দোষ দেখছি না আমি। দলের কম্বিনেশনের কারণেও অনেক সময় অনেক কিছু হয়। তবে নিজের জায়গা ফিরে পেতে পারফরমেন্স করতে হবে।’
টি-২০ ব্লাস্টে ভালো করে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে চান রুট। তিনি বলেন, ‘আশা করি, টি-২০ ব্লাস্টে ভালো পারফরমেন্স করতে পারবো। জাতীয় দলে ফিরতে হলে, ভালো কিছু ইনিংস খেলতে হবে আমাকে। আমি নিজেকে নিয়ে আশাবাদি।’