মেসির বিনিময়ে বার্সাকে তিন খেলোয়াড় ও ৯০ মিলিয়ন পাউন্ড দিতে চায় ম্যানসিটি

362

মাদ্রিদ, ৩১ আগস্ট, ২০২০ (বাসস) : আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে পেতে এবার বার্সার কাছে নতুন প্রস্তাব পেশ করেছে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, মেসির বিনিময়ে কাতালান ক্লাবটিকে তিনজন খেলোয়াড় এবং ৯০ মিলিয়ন পাউন্ড প্রদানে আগ্রহী পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটি।
আর্জেন্টাইন সুপার স্টার ইতোমধ্যে বার্সেলোনার হয়ে করোনা টেস্টে অংশ নেননি। ফলে, সোমবার (বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার) নতুন প্রধান কোচ রোনাল্ড কোম্যানের অধীনে তিনি যে অনুশীলণে যোগ দিচ্ছেননা সেটি অনেকটাই নিশ্চিত।
দীর্ঘ প্রায় দুই দশক কাটিয়ে বার্সেলোনা ত্যাগের খবর দিয়ে মেসি গোটা ফুটবল বিশে^ আলোড়ন সৃস্টি করেছেন। বার্সেলোনার হয়ে বর্ণিল ক্যারিয়ারে আর্জেন্টাইন তারকা মেসি জয় করেছেন লা লীগার ১০টি ট্রফি এবং চারটি ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। কিন্তু সর্বশেষ ইউরোপীয় মিশণ থেকে তীক্ত স্বাধ নিয়ে বিদায় হতে হয়েছে কাতালান ক্লাবকে। বায়ার্ন মিউনিখের কাছে কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে ধরাশায়ী হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বার্সা।
ম্যাচে লুইস সুয়ারেজকে যে ভাবে ব্যবহার করা হয়েছে তার জন্য ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে দায়ী করেছেন মেসি। তার মতে বর্তমানে বার্সেলোনা দূর্বল দল গঠন করছে। ফিলিপ কুটিনহো, আতোয়ান গ্রীজম্যান ও ওসমানে ডেম্বেলেকে দলে ভিড়িয়ে শুধু অর্থই নস্ট করেছে কাতালান ক্লাবটি।