ডা. সাবরিনার বিরুদ্ধে ইসির মামলা

213

ঢাকা, ৩১ আগস্ট, ২০২০ (বাসস) : করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বরখাস্ত হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার দ্বৈত ভোটার হওয়ার ঘটনায় এই মামলা করা হয়েছে।
আজ সোমবার বাড্ডা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: পারভেজ ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন ডা. সাবরিনা। গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মো. মমিন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে মামলাটি হয়েছে।
ডা. সাবরিনা চৌধুরী তথ্য জালিয়াতি করে দুই এলাকায় ভোটার এবং দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন।