বাজিস-৪ : বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩১ হাজার ৬শ’ টাকা জরিমানা

122

বাজিস-৪
বগুড়া- জরিমানা
বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩১ হাজার ৬শ’ টাকা জরিমানা
বগুড়া, ৩১ আগস্ট ২০২০(বাসস) : জেলায় আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩১ হাজার ছয়শ’ টাকা জরিমান আদায় করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের দেয়া তথ্য অনুসারে, সোমবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
পন্য নিয়ন্ত্রন আইনে লাইসেন্স বিহীন কাপড়ের ব্যবসা পরিচলনার অপরাধে শহরের নিউ মার্কেটের ওসমানিয়া ক্লথ ষ্টোরকে দশহাজার টাকা এবং সিটি ক্লথ স্টোরকে পাঁচহাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বার্হী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা। একই অপরাধে টপটেন ক্লথ স্টোরকে পাঁচ হাজার টাকা, ইমাম সিট বিতানকে একহাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।
ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুসারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে সাতহাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ ও মো. তাসনিমুজ্জামান।
সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় সাতটি মামলায় তিনহাজার ছয়শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন ও ফেরদৌসি আরা।
বাসস/সংবাদদাতা/১৮৩৫/এমকে