বাসস দেশ-২৬ : বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের বিচারে জাতীয় কমিশন গঠনের সুপারিশ

122

বাসস দেশ-২৬
কমিটি- আইন
বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের বিচারে জাতীয় কমিশন গঠনের সুপারিশ
ঢাকা, ৩১ আগস্ট, ২০২০ (বাসস) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের ১৭ জন সদস্যকে হত্যার সাথে জড়িতদের বিচারে জাতীয় কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. শামসুল হক টুকু, মো. শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর একাদশ জাতীয় সংসদের সদস্য, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস স্মরণেও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিবসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৮১৮/এএএ