বাসস বিদেশ-৮ : আবুধাবিতে ইসরাইলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট

132

বাসস বিদেশ-৮
ইসরাইল- আবুধাবি
আবুধাবিতে ইসরাইলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট
তেল-আবিব, ৩১ আগস্ট, ২০২০(বাসস ডেস্ক): ইসরাইল-আমেরিকান প্রতিনিধি দল নিয়ে সোমবার আবু ধাবির উদ্দেশে তেল আবিব ছাড়ছে ইসরাইলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের চুক্তির পর উভয় দেশের মধ্যে এ বিমান চলাচল শুরু হচ্ছে।
তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর থেকে গ্রিনিচমান সময় ০৭৩০ টায় ইএলএএল ৯৭১ বিমানটির
আবুধাবির উদ্দেশ্যে উড্ডয়নের কথা রয়েছে।
আমেরিকান প্রতিনিধি দলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউস উপদেষ্টা জারেড কুশনার রয়েছেন।
বিমানের ককপিটে আরবী, ইংরেজি ও হিব্রু ভাষায় ‘পিস’ কথাটি লেখা রয়েছে।
সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে গত ১৩ আগস্ট ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার চুক্তিটি হয়। উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম এবং আরব দেশগুলোর মধ্যে তৃতীয় দেশ হিসেবে আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো। এর আগে মিশর ও জর্ডানের সাথে ইসরাইলের সম্পর্ক স্থাপিত হয়।
ইসরাইলের পক্ষে প্রতিনিধি দলে সিনিয়র সদস্য হিসেবে থাকছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন সাবহাত।
আবুধাবিতে প্রতিনিধি দল দ’ুদেশের সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিমান, পর্যটন, বাণিজ্য, স্বাস্থ্য, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।
মঙ্গলবার সকালে ফিরতি ফ্লাইট আবুধাবি ত্যাগ করবে।
এদিকে ইসরাইল ও আমিরাতের মধ্যকার এ চুক্তিকে ‘পেছন থেকে ছোরা মারা’ বলে উল্লেখ করেছে ফিলিস্তিন।
বাসস/জুনা/১৭১৫/জেহক