বাসস বিদেশ-৭ : চীনে ভাইরাস সম্পর্কিত অপরাধে হাজার হাজার লোক গ্রেফতার

133

বাসস বিদেশ-৭
চীন-ভাইরাস-গ্রেফতার
চীনে ভাইরাস সম্পর্কিত অপরাধে হাজার হাজার লোক গ্রেফতার
বেইজিং, ৩১ আগস্ট, ২০২০(বাসস ডেস্ক): চীনে জানুয়ারি থেকে ভাইরাস সম্পর্কিত নানা অপরাধে প্রায় ৫ হাজার ৮শ লোককে গ্রেফতার করা হয়েছে। এসব অপরাধের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের হত্যা, ত্রুটিপূর্ণ চিকিৎসা সরঞ্জাম বিক্রি এবং ভ্রমণ সম্পর্কে মিথ্যা বলা। রাষ্টীয় প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৫ হাজার ৭৯৭ জনকে গ্রেফতার এবং ৬ হাজার ৭৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কতো লোক আটক এবং কাউকে কারাদন্ড দেয় হয়েছে কিনা সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার সংক্রমন দেখা দেয়। দেশটি কঠোর পদক্ষেপ নিয়ে তা প্রতিরোধ করে। সম্প্রতি চীনে স্থানীয়ভাবে করোনা ছড়িয়ে পড়ার কোন খবর পাওয়া যায়নি।
বাসস/জুনা/১৬২৫/জেহক