বাসস দেশ-১৫ : ‘বঙ্গবন্ধু কর্নার’ এ গবেষণা করার সুযোগ পাবে শিক্ষার্থীরা: উপাচার্য

127

বাসস দেশ-১৫
বিএসএমএমইউ-বঙ্গবন্ধু-কর্নার-উদ্বোধন
‘বঙ্গবন্ধু কর্নার’ এ গবেষণা করার সুযোগ পাবে শিক্ষার্থীরা: উপাচার্য
ঢাকা, ৩১ আগস্ট, ২০২০ (বাসস): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা: কনক কান্তি বড়–য়া বলেছেন,‘বঙ্গবন্ধু কর্নার’ এ জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরো জানার সুযোগ পাবে।
তিনি বলেন, এখানে বসে শিক্ষার্থীরা পাঠচর্চার মাধ্যমে বঙ্গবন্ধুর সংগ্রামী কর্মময় জীবন ও রাজনৈতিক জীবনসহ নানা বিষয়ে কাজ করার সুযোগ পাবেন।
আজ বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের কেন্দ্রীয় লাইব্রেরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব শতবর্ষ-২০২০ উপলক্ষে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ১৯৭৫ সালের পনেরই আগষ্টে চক্রান্তকারী খুনিরা বঙ্গবন্ধুসহ ১৮ জনকে নির্মমভাবে হত্যা করেছে। এসব ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিল । কিন্তু বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি।
অনুষ্ঠানে এসময় যথাক্রমে উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা রহমান(শিক্ষা), অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম (প্রশাসন), অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন (গবেষণা ও উন্নয়ন) ,কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হৃদরোগ বিশেষজ্ঞ কবি অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক বক্তৃতা করেন।
বাসস/সবি/এসএস/১৬০০/-কেকে