কোহলি-ফিঞ্চের রেকর্ড স্পর্শ করলেন বাবর

215

ম্যানচেষ্টার, ৩১ আগস্ট ২০২০ (বাসস) : গতরাতে ম্যানচেষ্টারে সিরিজের দ্বিতীয় টি-২০তে ১৯৫ রান করেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হারের লজ্জা পায় সফরকারী পাকিস্তান। দল হারলেও এ ম্যাচে টি-২০ ফরম্যাটে দ্রুত ১৫শ রান করার রেকর্ড স্পর্শ করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
গত ম্যাচের আগে টি-২০ ক্যারিয়ারে ১৫শ রান করতে ২৯ রান প্রয়োজন ছিলো বাবরের। ম্যাচে ৪৪ বলে ৫৬ রান করে ৩৯তম ইনিংসে ১৫শ রান পূর্ণ করেন তিনি। বাবরের মত সমান ৩৯ ইনিংস খেলে ১৫শ রান করেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার দলপতি অ্যারন ফিঞ্চ। তবে এই ফরম্যাটে দ্রুত ১হাজার রানের মালিক কিন্তু বাবর একাই। ২৬ ইনিংসে ১হাজার রান করে কোহলিকে পেছনে ফেলেন পাক নেতা। কোহলির রেকর্ডটি ছিলো ২৭ ইনিংসে।
এখন পর্যন্ত দ্রুত ২হাজার রান রেকর্ড দখলে রেখেছেন কোহলি। ৫৬ ইনিংসে ঐ রান করেছেন তিনি।
পাশাপাশি এই ফরম্যাটে সর্বোচ্চ ব্যাটিং গড়ে কোহলিকে টপকে গেছেন বাবর। অন্তত ৫শ রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাবরের ব্যাটিং গড় এখন- ৫০ দশমিক ৯০। ৫০ দশমিক ৮০ ব্যাটিং গড় কোহলির।