‘বঙ্গবন্ধু ও বরিশাল’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

298

বরিশাল, ৩১ আগস্ট, ২০২০ (বাসস) : মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসক প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও বরিশাল’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন।
আজ রবিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইনভিত্তিক বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।
এসময় জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুদকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ কে এম জাহাঙ্গীর।