বাসস ক্রীড়া-২ : এক বছরের চুক্তিতে রিয়াল বেতিসে ম্যানসিটির সাবেক গোলরক্ষক ব্রাভো

131

বাসস ক্রীড়া-২
ফুটবল-ম্যানসিটি-ব্রাভো- বেতিস
এক বছরের চুক্তিতে রিয়াল বেতিসে ম্যানসিটির সাবেক গোলরক্ষক ব্রাভো
মাদ্রিদ, ৩১ আগস্ট, ২০২০ (বাসস/এএফপি): এক বছরের চুক্তিতে স্পেনের লা লীগা ক্লাব রিয়াল বেতিসে যোগ দিচ্ছেন ম্যানচেস্টার সিটির সাবেক গোলরক্ষক ক্লদিও ব্রাভো। গতকাল স্প্যানিশ ক্লাব এ ঘোষণা দিয়েছে।
এর আগে বার্সেলোনায় দুই মৌসুম ও রিয়াল সোসিয়াদাদে আট বছর কাটানো চিলির এই ফুটবলারের এটি হচ্ছে স্পেনে তৃতীয় স্পেল।
৩৭ বছর বয়সি এই গোল রক্ষক ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন এবং ক্লাবটির দুই প্রিমিয়ার লীগ শিরোপা জয়ী স্কোয়াডের সদস্য ছিলেন। গত মৌসুমে রেলিগেশন জোন থেকে মাত্র ৫ পয়েন্টের ব্যবধান রচনা করে অবনমন থেকে পার পেয়েছে বেতিস। লীগে এটি তাদের সবচেয়ে বাজে রক্ষন। ৩৮ ম্যাচে অংশ নিয়ে ৬০ গোল হজম করেছে ক্লাবটি। অবনমিত রিয়াল ময়োর্কা তাদের চেয়ে বেশী ৬৫ টি গোল হজম করেছে।
বাসস/এএফপি/এমএইচসি/১৫৫০/-স্বব