বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা

394

বগুড়া, ৩০ আগস্ট ২০২০ (বাসস): জেলায় আজ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ রোববার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় মাদলা বাজারে পলিথিনের বস্তায় চাল বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ আফজাল রাজন তিনজন বিক্রেতাকে পাঁচহাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে, ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুসারে মূল্য তালিকা প্রদর্শণ না কারায় শহরের কলোনী বাজার এলাকার দুইটি দই ঘরকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাসনিমুজ্জামান।
লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে শহরের নবাববাড়ী রোডের রুচিতা হোটেল এন্ড রেষ্টুরেন্টকে দশহাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসিম রেজা।
এছাড়াও, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার দায়ে জেলা শহরের ফতেহআলী বাজার সংলগ্ন জাহাঙ্গীর হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।