বাসস ক্রীড়া-৬ : এশিয়ান গেমসের অনুশীলনের জন্য দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার এ্যাথলেটরা

121

বাসস ক্রীড়া-৬
এশিয়ান গেমস-কোরিয়া
এশিয়ান গেমসের অনুশীলনের জন্য দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে উত্তর কোরিয়ার এ্যাথলেটরা
ইনচন (দক্ষিণ কোরিয়া), ৩০ জুলাই ২০১৮ (বাসস) : আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে দক্ষিণ কোরিয়ার এ্যাথলেটেদর সাথে যৌথ অনুশীলনের লক্ষ্যে ইনচনে পৌঁছেছে উত্তর কোরিয়ার বেশ কিছু এ্যাথলেট।
বেইজিং হয়ে আজ ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ৩৪ সদস্যের উত্তর কোরিয়ান ডেলিগেশন। দলটির নেতৃত্বে রয়েছে উত্তর কোরিয়ান অলিম্পিক কমিটির সেক্রেটারী জেনারেল ব্রায়ান হ্যান হো-চোই। দুই কোরিয়া মিলে সম্মিলিত ভাবে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ড্রাগন বোট রেস, নারীদের বাস্কেটবল ও থ্রি রোয়িং ইভেন্টে অংশ নিবে। আগামী ১৮ আগস্ট-২ সেপ্টেম্বর পর্যন্ত জাকার্তা ও পালেমবাংয়ে এশিয়া গেমস অনুষ্ঠিত হবে।
সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উত্তর কোরিয়ান এ্যাথলেটরা বিমানবন্দর ত্যাগ করেন। এসময় তারা গণমাধ্যমের সাথে খুব একটা কথা বলেননি।
রোয়িংয়ে দুই কোরিয়া যৌথ দলটি লাইটওয়েট মেন’স ফোর, লাইটওয়েট মেন’স এইট ও লাইটওয়েট ডাবল স্কাল নারী ইভেন্টে অংশ নিবে। অন্যদিকে নারীদের বাস্কেটবলে নয়জন দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়ের সাথে উত্তর কোরিয়ার দু’জন খেলোয়াড় অনুশীলন করবেন।
বাসস/নীহা/১৩১০/স্বব