চ্যাম্পিয়ন হয়ে ইউএস ওপেনের প্রস্তুতি সারলেন জকোভিচ

320

যুক্তরাষ্ট্র, ৩০ আগস্ট ২০২০ (বাসস) : যুক্তরাষ্ট্রে ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন ওপেন টেনিসের শিরোপা জিতেছেন শীর্ষ বাছাই ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ। এই শিরোপা জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসন্ন ইউএস ওপেনের প্রস্তুতিটা ভালোভাবেই সারলেন জকোভিচ।
শনিবার রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে কানাডার অবাছাই মিলোস রাওনিককে ৬-১, ৩-৬ ও ৪-৬ গেমে হারান জকোভিচ।
মাস্টার্সে রেকর্ড ৩৫তম শিরোপা জিতে স্পেনের রাফায়েল নাদালকে স্পর্শ করলেন জকোভিচ। নাদালেরও ৩৫টি শিরোপা আছে।
এদিকে, হ্যামস্ট্রিং ইনজুরির কারনে নারীদের ফাইনাল থেকে সড়ে যান জাপানের নাওমি ওসাকা। ফলে না খেলেই শিরোপার স্বাদ নেন অবাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।