টি-২০তে ছয় নম্বরে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়লেন বাট

590

লুক্সেমবার্গ, ৩০ আগস্ট ২০২০ (বাসস) : টি-২০ ক্রিকেটের ইতিহাসে ছয় নম্বরে নেমে প্রথম কোন ব্যাটসমান হিসেবে সেঞ্চুরি করলেন বেলজিয়ামের শাহেরিয়ার বাট।
বেলজিয়াম ও চেক প্রজাতন্ত্র ওস্বাগতকি লুক্সেমবার্গকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। গতরাতে চেক-এর বিপক্ষে ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ৫০ বলে ৯টি ছক্কা ও ১১টি চারে অপরাজিত ১২৫ রান করেন বাট। যা টি-২০ ক্রিকেট ইতিহাসে ছয় নম্বরে কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রান।
ছয় নম্বরে আগের সর্বোচ্চ রানটি ছিলো ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান স্যাম বিলিংসের। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ বলে ৮৭ রান করেছিলেন বিলিংস।
পাকিস্তানে জন্ম নেওয়া ৩৮ বছর বয়সী বাটের বিধ্বংসী ইনিংসে বেলজিয়াম জয় পায় ৪৬ রানে।
প্রথমে ব্যাট করা বেলজিয়াম ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান করে। জবাবে চেক রিপাবলিক ৮ উইকেটে ১৫১ রান করে।