রেকর্ড ট্রান্সফার ফি’তে লিডসে নাম লেখালেন রদ্রিগো

287

লন্ডন, ৩০ আগস্ট ২০২০ (বাসস) : রেকর্ড ট্রান্সফার ফি’তে স্পেনের রদ্রিগো মোরেনোকে দলে নিয়েছে ইংলিশ ফুটবল ক্লাব লিডস ইউনাইটেড। প্রিমিয়ার লিগের দল ভ্যালেন্সিয়া থেকে দুই কোটি ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে রদ্রিগোকে দলে ভেড়ায় লিডস।
এর আগে লিডসের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন রিও ফার্দিনান্দ। ২০০০ সালে ওয়েস্ট হ্যাম থেকে ফার্দিনান্দকে এক কোটি ৮০ লাখ পাউন্ডে কিনেছিল লিডস।
এবার রদ্রিগোর সাথে চার বছরের চুক্তি করেছে লিডস।
২০১৪ সালে ভ্যালেন্সিয়ায় যোগ দেন ২৯ বছর বয়সী রদ্রিগো। গেল মৌসুম পর্যন্ত ভ্যালেন্সিয়ার হয়ে ২২০ ম্যাচে ৫৯ গোল করেছেন এই স্ট্রাইকার।
ব্রাজিলে জন্ম নেওয়া রদ্রিগো ২০১৪ সালে স্পেনের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়। স্পেনের জার্সি গায়ে ২২ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।