বাসস বিদেশ-৩ : মিয়ানমারের খনি অঞ্চলে ভূমিধসের পর ২৩টি লাশ উদ্ধার

133

বাসস বিদেশ-৩
মিয়ানমার-ভূমিধস
মিয়ানমারের খনি অঞ্চলে ভূমিধসের পর ২৩টি লাশ উদ্ধার
ইয়াঙ্গুন, ৩০ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): মিয়ানমারের উত্তরাঞ্চলের খনি এলাকায় গত সপ্তাহের ভূমিধসের পর রোববার ২৩ টি লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির কচিন রাজ্যে এ ভূমিধসে ২৭ জন নিখোঁজ হয়। সোমবার স্থানীয় ৭-ডে নিউজ একথা জানায়।
উদ্ধার হওয়া এসব লাশের মধ্যে দু’টির পরিচয় পাওয়া যায়নি।
হপাকান্ত খনি অঞ্চলে এখনো চারজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার সকালে শহরের উপকণ্ঠে সিক মু গ্রাম এলাকায় আয়িয়ার ইয়াদানার কোম্পানির একটি অব্যবহৃত খনি স্থলে ৯১.৪ মিটার উঁচু দেয়াল ভেঙ্গে পড়লে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে।
এদিকে গত ১৪ জুলাই এ অঞ্চলের সান-খার ও লন-খিন গ্রামে একই ধরনের ভূমিধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ নিহত ও ৪৩ জন আহত হয়।
বাসস/এমএজেড/১২-৪৫/জুনা