বাসস বিদেশ-৭ : ফিলিপাইনে বন্দুকযুদ্ধে ৮ জন নিহত

144

বাসস বিদেশ-৭
ফিলিপাইন-হত্যা
ফিলিপাইনে বন্দুকযুদ্ধে ৮ জন নিহত
ম্যানিলা, ২৯ আগস্ট, ২০২০(বাসস ডেস্ক): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্দুকযুদ্ধে অন্তত ৮ জন নিহত হয়েছে। শনিবার দুপুরে কোতাবাতো প্রদেশে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় কর্মকর্তা এ কথা জানায়। খবর সিনহুয়ার।
স্থানীয় একজন কর্মকর্তা জানান, নিহতরা সকলে পুরুষ। কাবাকান শহরে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময়ে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
হামলার উদ্দেশ্য ও নিহতদের পরিচয় জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে স্থানীয় ওই কর্মকর্তা জানান।
এ ঘটনার আনুষ্ঠানিক কোন বিবৃতি পুলিশ এখনও দেয়নি।
বাসস/জুনা/১৬২৫/-জেহক