বাসস দেশ-২২ : মো. হাবিবুর রহমানের ইন্তেকাল

127

বাসস দেশ-২২
হাবিবুর-ইন্তেকাল
মো. হাবিবুর রহমানের ইন্তেকাল
ঢাকা, ২৯ আগস্ট, ২০২০ (বাসস) : রাজধানীর তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন পরিষদ ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ মো. হাবিবুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তিনি তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ড চন্ডাল ভোগ গ্রামের নিজ বাসভবনে শনিবার ভোর রাতে হৃদযন্ত্রেও ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আজ বেলা ১১টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ড চন্ডাল ভোগ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
হাবিবুর রহমান দু’ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৫৫৫/-কেজিএ