বাসস দেশ-২০ : পবিত্র আশুরা উপলক্ষে জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

112

বাসস দেশ-২০
আশুরা-দোয়া
পবিত্র আশুরা উপলক্ষে জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
ঢাকা, ২৯ আগস্ট, ২০২০ (বাসস) : যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল রোববার সারাদেশে ১৪৪২ হিজরি সনের পবিত্র আশুরা পালিত হবে।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গূরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত এক আলোচনা সভা, দোয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় জাতীয় মসজিদে পবিত্র আশুরার গূরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক জিলানী।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক আলমগীর হায়দার, মুফতি আব্দুল্লাহসহ কর্মকর্তা-কর্মচারি ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএন/১৫৩৫/-অমি