বাসস ক্রীড়া-১৪ : আয়োজকদের অনুরোধে খেলবেন ওসাকা

123

বাসস ক্রীড়া-১৪
টেনিস-ওয়েস্টার্ন এন্ড সাদার্ন ওপেন
আয়োজকদের অনুরোধে খেলবেন ওসাকা
নিউইর্য়ক, ২৮ আগস্ট ২০২০ (বাসস) : গত মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহরে পুলিশের গুলিতে আহত হন কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেক। এরপর থেকেই পুরো শহরজুড়ে শুরু হয় বিক্ষোভ। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ওপেন টেনিসের প্রস্তুতি হিসেবে চলমান ওয়েস্টার্ন এন্ড সাদার্ন ওপেনের সেমিফাইনাল না খেলার ঘোষনা দেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা।
বিক্ষোভের কারনে আয়োজকরাও বৃহস্পতিবার পর্যন্ত টুর্নামেন্টের সকল খেলা স্থগিত রাখে। আজ থেকে হবে সেমিফাইনাল ও ফাইনাল পর্ব।
এমন অবস্থায় ওসাকাকে টুর্নামেন্টের বাকী অংশে খেলতে অনুরোধ করেছেন আয়োজকরা। তাদের কথা রাখছেন ওসাকা। খেলার সিদ্বান্ত নিয়েছেন তিনি।
ওসাকা বলেন, ‘আমার ঘোষণার পর ডব্লিউটিএ এবং ইউএসটিএ’র সাথে আলোচনা হয়েছে। আলোচনার পর তাদের অনুরোধে টুর্নামেন্টের বাকী অংশে খেলবো আমি।’
বাসস/এএমটি/২০২০/স্বব