বাসস ক্রীড়া-১২ : ৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে অস্ট্রেলিয়া

135

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-অস্ট্রেলিয়া
৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে অস্ট্রেলিয়া
সিডনি, ২৮ আগস্ট ২০২০ (বাসস) : সম্প্রচার স্বত্ব চুক্তি নিয়ে বড় ধরনের সমস্যা হওয়ায় চলতি মৌসুমে ৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সিএ’র সম্প্রচার স্বত্ব চুক্তি পেয়েছে চ্যানেল সেভেন নেটওয়ার্ক। করোনাভাইরাসের কারনে আন্তর্জাতিক ও ঘরোয়া সূচির বেশিরভাগই স্থগিত হয়ে পড়েছে। তারপরও চ্যানেল সেভেনকে কোন ছাড় দিতে রাজি হয়নি সিএ। কিন্তু আগামী গ্রীস্মে বিগ ব্যাশসহ অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট সম্ভাবনা রয়েছে। তবে এসব মানতে রাজি নয় চ্যানেল সেভেন নেটওয়ার্ক
এমন অবস্থায় সিএ’র সাথে সম্প্রচার স্বত্ব চুক্তি বাতিল করতে যাচ্ছে চ্যানেল সেভেন নেটওয়ার্ক। তাই সম্প্রচার স্বত্ব চুক্তি বাতিল হলে বড় ধরনের আর্থিক ক্ষতির ধাক্কা খাবে সিএ।
অস্ট্রেলিয়ার বেশ কিছু স্থানীয় সংবাদমাধ্যম এমনই খবর প্রচার করছে। তারা জানিয়েছে, সিএ’র সাথে চুক্তি বাতিল করতে পারে সেভেন নেটওয়ার্ক।
এ ব্যাপারে চ্যানেল সেভেন নেটওয়ার্কের প্রধান জেমস ওয়ার্বারটন বলেন, ‘সিএ এখন ধ্বংসস্তুপ হয়ে পড়া একটি প্রতিষ্ঠান। আমরা সব কিছু বিবেচনায় নিয়ে চুক্তিটি বাতিলের দিকে এগিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমরা তাদের জানিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে সিএ’র বেশ কিছু সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে।হঠাৎ করেই তারা ঘোষণা দেয় বিগ ব্যাশ লিগ অনুষ্ঠিত হবে। কিন্তু করোনার কারনে ভ্রমনে নিষেধাজ্ঞা থাকায় অনেক ভালো খেলোয়াড় টুর্নামেন্টে খেলতে পারবে না। আবার কিছুদিন সিএ জানালো, চলতি বছরের বিগ ব্যাশে অস্ট্রেলিয়ার শির্ষস্থানীয় খেলোয়াড়রা থাকছে না। তারা কোন সঠিক সিদ্বান্তই নিতে পারছে না।’
বাসস/এএমটি/১৯৪৫/স্বব