বাসস ক্রীড়া-৭ : তানভীরের পর বিরল কীর্তি নবির

120

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-নবি
তানভীরের পর বিরল কীর্তি নবির
বার্বাডোজ, ২৮ আগস্ট ২০২০ (বাসস) : গতকাল রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৫তম ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৫ উইকেট নেয়ার বিরল কির্তি গড়েছেন সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলতে নামা আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি।
বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে চারটি বা তার চেয়ে বেশি নেয়ার কীর্তিও গড়েছেন নবি। তার আগে এই কীর্তি করেছিলেন শুধুমাত্র পাকিস্তানের বাঁ-হাতি পেসার সোহেল তানভীর।
সিপিএলের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে চারটি বা তার চেয়ে বেশি উইকেট পেয়েছিলেন নবি।
এমন কীর্তি গড়ে টি-২০ ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংও করেছেন নবি। তার কীর্তি গড়া ম্যাচে ৬ উইকেট ম্যাচ জিতেছে সেন্ট লুসিয়া জুকস।
নবির ঘুর্ণিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান করে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। জবাবে ৩২ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় সেন্ট লুসিয়া জুকস।
বাসস/এএমটি/১৮৩০/স্বব