অস্ট্রেলিয়া-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট শুরু ৭ ডিসেম্বর

312

কাবুল, ২৭ আগস্ট ২০২০ (বাসস) : আগামী ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান ক্রিকেট দল। পুর্ব সুচি অনুযায়ী সিরিজের একমাত্র টেস্টটি দিবা-রাত্রির হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি গোলাপি বলের পরিবর্তে লাল বলে আয়োজনের অনুরোধ জানিয়েছে আফগানিস্তান। উভয় বোর্ড এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে, পুরনো সূচি অনুযায়ী ৩ ডিসেম্বর থেকে শুরু হবার কথা অস্ট্রেলিয়া-ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ইঙ্গিত দিচ্ছে, ভারত-অস্ট্রেলিয়ার সূচিতে পরিবর্তন আসবে।
তবে দিবা-রাত্রির টেস্ট খেলতে প্রস্তুত নয় বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরহিমজাই। দিবা-রাত্রির টেস্টে পরিবর্তে সাধারণ টেস্ট ম্যাচ খেলতে চান তারা।
আব্দুলরহিমজাই বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আমরা ডিসেম্বরে খেলতে যাচ্ছি। আমরা তাদের অনুরোধ করেছি, দিবা-রাত্রির টেস্টের বদলে সাধারণ টেস্ট ম্যাচ খেলতে। কারন আগে কখনো দিবা-রাত্রির টেস্ট খেলিনি।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া সফরের আগে আমরা আরব আমিরাতে ক্যাম্প করবো এবং একমাত্র টেস্টের আগে সেখানে আমরা অনুশীলন ম্যাচ খেলার প্রত্যাশা করছি।’
অস্ট্রেলিয়ার সফরের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে আফগানিস্তান।
এফটিপি ট্যুর সূচি অনুযায়ী, এই টেস্টটি আগামি ২১ নভেম্বর হবার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের পরিস্থিতির কারণে সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয় দু’দেশের ক্রিকেট বোর্ড।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবেই দেখবে অসিরা।