বাজিস-১ : নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু

176

বাজিস-১
নওগাঁ-মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন
নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু
নওগাঁ, ৩০ জুলাই ২০১৮ (বাসস) : নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। “সারাদেশে উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ” প্রকল্পের আওতায় এ ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধ চলাকালীন স্থানীয় কমান্ডার নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে সোমবার সকাল সাড়ে ৯টায় এ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মুশতানজিদা পারভীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলার সাবেক ইউনিট কমান্ডার হারুন-অল-রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নাইম উদ্দিন মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নাননু, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার গোলাম সামদানী, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এবং সদর উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলামসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর নওগাঁ সদর উপজেলা অফিস ২ কোটি ১ লাখ টাকা ব্যয়ে পার-নওগাঁ সাবেক টাউন হলের জায়গায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বাসস/সংবাদদাতা/রপা/১০৪০/নূসী