ভারতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে

400

নয়াদিল্লী, ২৭ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে প্রথমবারের মতো ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ২৫ লাখ করোনামুক্ত হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
আজ সকাল ৮ টায় প্রকাশিত রিপোর্টে বলা হয়, এক দিনে ৭৫ হাজার ৭৬০ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জন। ২৪ ঘন্টায় এক হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ৪৭২ ।
মোট ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন করোনামুক্ত হয়েছে, করোনামুক্ত হওয়ার হার ৭৬.২৪ শতাংশ, মৃত্যুর হার ১.৮৩ শতাংশ।
আইসিএমআর জানায়, মোট ৩ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার ৫১০ জনের করোনা টেস্ট হয়েছে, এরমধ্যে গতকাল বুধবার ৯ লাখ ২৪ হাজার ৯৯৮ জনের টেস্ট হয়েছে।