পুলিশের গুলিতে নিহত জ্যাকবের পরিবারের সাথে কথা বললেন বাইডেন

305

ওয়াশিংটন, ২৭ আগস্ট, ২০২০(বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন বুধবার পুলিশের গুলিতে নিহত মার্কিন কৃষ্ণাঙ্গ ব্যক্তি জ্যাকব ব্ল্যাকের পরিবারের সাথে কথা বলেছেন।
জ্যাকব হত্যার প্রতিবাদে উইসকনসিনের কেনোশায় বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। বাইডেন পরিবারের সাথে আলোচনাকালে ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন।
টুইটারে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাইডেন বলেন, ভিডিওতে আমি যা দেখেছি তাতে অসুস্থ হয়ে পড়েছি।
তিনি ২৯ বছর বয়সী জ্যাকব হত্যার ভিডিও দেখে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আমি তাদের বলেছি অবশ্যই এ হত্যার ন্যায়বিচার করা হবে। তিনি পুলিশের বর্বরতার বিরুদ্ধে চলমান বিক্ষোভকে সমর্থন করেন। তবে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে অপ্রয়োজনীয় সহিংসতা এড়ানোরও পরামর্শ দেন।