বাসস ক্রীড়া-১৩ : সেরেনার বিদায়, সেমিতে জকোভিচ

103

বাসস ক্রীড়া-১৩
টেনিস-ওয়েস্টার্ন এন্ড সাদার্ন ওপেন
সেরেনার বিদায়, সেমিতে জকোভিচ
নিউ ইর্য়ক, ২৭ আগস্ট ২০২০ (বাসস) : যুক্তরাষ্ট্রে ইউএস ওপেনের প্রস্তুতির টুর্নামেন্ট ওয়েস্টার্ন এন্ড সাদার্ন ওপেনের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন দেশটির টেনিস তারকা তৃতীয় বাছাই সেরেনা উইলিয়ামস। তবে পুরুষদের এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ।
ত্রয়োদশ বাছাই ও বিশ্বের ২১ নম্বর খেলোয়াড় মারিয়া সাকারির (Maria Sakkari) কাছে ৫-৭, ৭-৬ (৭/৫) ও ৬-১ গেমে ম্যাচটি হারেন সেরেনা। ম্যাচ হারের পর হতাশা সেরেনা বলেন, ‘এভাবে হেরে আমি হতাশ। এগিয়ে গিয়েও হারতে হলো আমাকে। যখন ম্যাচ জয়ের পথ সহজ, তখন যদি দেখা যায় আমার পা দু’টো ক্লান্ত হয়ে পড়েছে, সেটা মানসিক ভাবে সহায়তা করে না। শেষ সেটেই আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই ম্যাচটিও হারতে হয়েছে আমাকে।’
আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ইউএস ওপেন। প্রস্তুতির টুর্নামেন্টে শেষ ষোলো থেকে হারলেও উদ্বিগ্ন নন সেরেনা। ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক বলেন, ‘সপ্তাহে ন’ঘণ্টা খেলা খুব কঠিন। সাধারণত আমি এত বেশি খেলি না। এই ম্যাচটায় জেতা উচিত ছিল আমার। এই হারের কোনও অজুহাত নেই। আশা করছি, ইউএস ওপেনে সমস্যা হবে না।’
এদিকে, মহিলা এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা, অষ্টম বাছাই গ্রেট ব্রিটেনের জোহান্না কন্তা ও অবাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।
সেরেনা ভক্তদের হতাশ করলেও, সেমির টিকিট পেয়েছেন জকোভিচ। জার্মানির অবাছাই ইয়ান লেনার্দ স্ট্রাফকে ৬-৩ ও ৬-১ গেমে হারান জকোভিচ।
কাঁধের চোটে আগের ম্যাচেই দু’বার কোর্টে অসুস্থ হয়ে পড়েছিলেন জকোভিচ। কিন্তু এ ম্যাচে পুরো ফিট দেখা গেছে তাকে। ম্যাচ শেষে ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ বলেন, ‘সব মিলিয়ে দারুণ পারফরম্যান্স হলো। গত ম্যাচের থেকে এখন শারীরিক ভাবে অনেক ভাল অনুভব করছি। তাই ম্যাচটি নিজের মত করে খেলতে পেরেছি। সব কিছুই ঠিক দিকে এগোচ্ছে।’
জকোভিচের সাথে সেমিতে নাম লিখিয়েছেন চতুর্থ বাছাই চতুর্থ বাছাই গ্রীসের স্টেফানোস টিসটিসপাস ও অষ্টম বাছাই স্পেনের রর্বাতো বাতিস্তা
বাসস/এএমটি/১৯০৫/স্বব