বাসস ক্রীড়া-৮ : ব্রাভো ‘৫০০’ নট আউট

109

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ব্রাভো
ব্রাভো ‘৫০০’ নট আউট
পোর্ট অব স্পেন, ২৭ আগস্ট ২০২০ (বাসস) : বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫শ উইকেটে শিকারের রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার ডোয়াইন ব্রাভো।
টেস্ট ক্রিকেটে পেসার হিসেবে ইংল্যান্ডের জেমস এন্ডারসন ছয় শ উইকেট শিকারের পর দিনই টি-২০ ক্রিকেটে পাঁচ শ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ব্রাভো।
গতরাতে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ টুর্নামেন্টের ১৩তম ম্যাচে সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়েন ত্রিনবাগো নাইট রাইডার্সের ব্রাভো। ম্যাচে ৩ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে টি-২০ ক্রিকেটে ৫শ উইকেটে শিকারের মালিক হন ব্রাভো।
৪৫৯তম ম্যাচে এসে ৫শ উইকেট শিকার করলেন ৩৬ বছর বয়সী ব্রাভো।
২০০৬ থেকে টি-২০ ক্রিকেট খেলছেন ব্রাভো। আন্তর্জাতিক-ঘরোয়া, স্বীকৃত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ব্রাভো ৪৪০ ইনিংসে ১,৪৯৩ দশমিক ১ ওভার বল করে ১২৩১৬ রান দিয়ে এ পর্যন্ত ৫০১টি উইকেট শিকার করেছেন ব্রাভো। ক্যারিয়ারে ৯বার চার বা ততোধিক উইকেট নিয়েছেন ব্রাভো। দু’বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। বোলিং গড় ২৪ দশমিক ৫৮।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ ম্যাচে ৫৯টি উইকেট ঝুলিতে আছে ব্রাভোর।
ব্রাভোর পর টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী শ্রীলংকার লাসিথ মালিঙ্গার। ২৯৫ ম্যাচে ৩৯০টি উইকেট শিকার রয়েছে তার। অন্তত ৩শ উইকেট শিকার করা বোলারদের তালিকায় আছেন আরও ছয়জন। এরা হলেন- ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন (৩৩৯ ম্যাচে ৩৮৩ উইকেট), দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (২৯৫ ম্যাচে ৩৭৪ উইকেট), পাকিস্তানের সোহেল তানভীর (৩৩৯ ম্যাচে ৩৫৬ উইকেট), বাংলাদেশের সাকিব আল হাসান (৩০৮ ম্যাচে ৩৫৪ উইকেট), পাকিস্তানের শহিদ আফ্রিদি (৩১৭ ম্যাচে ৩৩৯ উইকেট) ও আফগানিস্তানের রশিদ খান (২১৬ ম্যাচে ৩০৩ উইকেট)।
টি-২০ ক্রিকেটে ব্যাটিং তালিকায় সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪০৪ ম্যাচের ৩৯৬ ইনিংসে ২২টি সেঞ্চুরি ও ৮২টি হাফ-সেঞ্চুরিতে ১৩,২৯৬ রান করেছেন তিনি। ব্যাটিং গড়- ৩৮ দশমিক ২০। আর স্ট্রাইক রেট- ১৪৬ দশমিক ৯৪।
বাসস/এএমটি/১৭২৫/স্বব