পিএসজিকে হারিয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিঁও

146

প্যারিস, ২৭ আগস্ট ২০২০ (বাসস) : পিএসজিকে ১-০ গোলে পরাজিত করে নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে লিঁও। ৬৭ মিনিটে ওয়েন্ডি রেনার্ড জয়সূচক গোলটি করেন। এই এক গোলেই টানা পঞ্চমবারের মত ফাইনালে উঠেছে লিঁও।
রোববারের ফাইনালে লিঁও উল্ফসবার্গের মোকাবেলা করবে। আরেক সেমিফাইনালে এই একই ব্যবধানে বার্সেলোনাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে উল্ফসবার্গ।
উভয় দলই ১০ জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করে। ৬৬ মিনিটে পিএসজির গ্রেস গেয়োরো ও ৭৫ মিনিটে লিঁওর নিকিতা প্যারিস দুটি হলুদ কার্ডের কারনে মাঠ ত্যাগে বাধ্য হন।
২০১৩ ও ২০১৪ সালে পরপর দুটি ইউরোপীয়ান শিরোপা জয়ের পর তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে উল্ফসবার্গ।
এদিকে ছয়বারের বিজয়ী ও নয়বারের ফাইনালিস্ট লিঁও ২০১৮ সালে উল্ফসবার্গকে ফাইনালে পরাজিত করে শিরোপা ঘরে তুলেছিল।
প্রথমবারের মত নারী চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পেতে তৃতীয়বারের মত ফাইনালে ওঠার লক্ষ্যে লিঁওর মুখোমুখি হয়েছিল পিএসজি। ২০১৭ সালে তারা লিঁওর কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হয়, ২০১৬ সালের সেমিফাইনালেও ফরাসি প্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল।
কোয়ার্টার ফাইনাল থেকে সবগুলো ম্যাচই রিয়াল সোসিয়েদাদের আনেয়োতার দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল ম্যাচটিও এখানেই অনুষ্ঠিত হবে।