অনুরোধের ২টি স্থানে আইএইএ’কে প্রবেশ করতে দিতে ইরানের সম্মতি

514

তেহরান, ২৭ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): ইরানের দু’টি স্থানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের সুযোগ দেয়ার ব্যাপারে দেশটির পরমাণু শক্তি সংস্থা (এইওআই) সম্মত হয়েছে। ইরান ও আইএইএ’র যৌথ বিবৃতিতে একথা জানানো হয়। খবর সিনহুয়ার।
আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সম্প্রতি ইরানের রাজধানী তেহরান সফরকালে এ চুক্তি করা হয়। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আইএইএ’র সুনির্দিষ্ট দু’টি স্থানে ইরান স্বেচ্ছায় আইএইএ’কে প্রবেশের সুযোগ দেবে এবং তারা এই বিষয়গুলো সমাধানের প্রক্রিয়া সহজতর করবে।’
বিবৃতিতে বলা হয়, ‘আইএইএ ইরানকে আর কোন প্রশ্ন করেনি এবং তারা ইরান ঘোষিত অন্য কোন স্থানে
প্রবেশের আর অনুরোধ জানায়নি।’ আইইওআই জানায়, যে দু’টি স্থান পরিদর্শন করা হবে সে সবের একটি ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের শাহরেজার কাছে এবং অপরটি রাজধানী তেহরানের কাছে অবস্থিত। জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইরানের এ দু’টি স্থানের ‘সম্ভাব্য’ পরমাণু কার্যক্রম পরিদর্শনের দাবি জানিয়েছিল।