বাসস দেশ-৩৫ : আরএমসিএইচকে প্রধানমন্ত্রীর হাই ফ্লো নেজাল ক্যানুল উপহার

180

বাসস দেশ-৩৫
করোনা-নেজাল-আরএমসিএইচ
আরএমসিএইচকে প্রধানমন্ত্রীর হাই ফ্লো নেজাল ক্যানুল উপহার
রাজশাহী, ২৬ আগস্ট, ২০২০ (বাসস) : করোনা ( কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (আরএমসিএইচ) হাসপাতালকে একটি অত্যাধুনিক ডিভাইসের চিকিৎসা যন্ত্র হাই ফ্লো নেজাল ক্যানুলা দেয়া হয়েছে।
রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আজ তার অফিসে এটি আরএমসিএইচ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
আরএমসিএইচ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান এবং রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওশাদ আলী যন্ত্রটি গ্রহণ করে এটি দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. শরীফ উদ্দিন এবং সচিব আবু হায়াত উপস্থিত ছিলেন।
অধ্যাপক নওশাদ আলী বলেন, হাই ফ্লো এবং নেজাল ক্যানুলা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য খুবই উপযোগী।
বাসস/এএইচ/অনু-অমি/১৯৩০/-আরজি