বাসস ক্রীড়া-২ : ইংলিশ স্কোয়াড থেকে বাদ পড়লেন ম্যাগুয়ার

111

বাসস ক্রীড়া-২
ফুটবল-ইংল্যান্ড
ইংলিশ স্কোয়াড থেকে বাদ পড়লেন ম্যাগুয়ার
লন্ডন, ২৬ আগস্ট ২০২০ (বাসস) : আইসল্যান্ড ও ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ড ফুটবল দল ঘোষনা করা হয়েছে। দলটিতে প্রাথমিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের নাম থাকলেও পরবর্তীতে তার নাম প্রত্যাহার করে নেয়া হয়। গ্রীসের একটি আদালত থেকে সদ্য জামিনে মুক্তি পাবার পরই ম্যাগুয়ারকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে।
ছুটি কাটাতে গিয়ে গ্রীসের মাইকোনাসে একটি পানশালার বাইরে পুলিশের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন ম্যাগুয়ার। এই ঘটনার জেড়ে পুলিশ তাকে আটকও করে। পরে ২৭ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার গ্রীকের একটি আদালত থেকে জামিন পেয়েছেন। এ কারনেই সেপ্টেম্বরের ম্যাচগুলো থেকে আপাতত তাকে দলে বাইরে রেখেছেন ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেট।
এফএ’র ওয়েবসাইটে সাউথগেট বলেছেন, ‘সব কিছু চিন্তা করেই আইসল্যান্ড ও ডেনমার্কের বিপক্ষে হ্যারি ম্যাগুয়ারকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এর আগেও আমি বলেছিলাম পরিস্থিতি পর্যবেক্ষন করার সম্পূর্ণ অধিকার আমার আছে। এ ব্যপারে আমি ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যাগুয়ারের সাথে কথা বলেছি। সকলের ভালর জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। একইসাথে এর মাধ্যমে আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া জাতীয় দলের অনুশীলনেও কোন প্রভাব পড়বে না।’
তার উপর আনীত সকল ধরনের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ম্যাগুয়ার। এই ঘটনয়া তার ভাই জো ও বন্ধু ক্রিস্টোফার শারামানকেও আটক করে পুলিশ। ঘটনায় ম্যাগুয়ারের ২১ মাস ১০ দিনের কারাবাসের যে সাজা হয়েছিল তা বাতিল হয়ে গেছে, কারন তার বিরুদ্ধে এই প্রথম এই ধরনের অভিযোগ আনা হয়েছে। গত বছর লিস্টার থেকে ৮০ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ম্যাগুয়ার যা তাকে বিশে^র সবচেয়ে দামী ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
২০১৯ সালের ৪ নভেম্বর কসোভোর বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড ৪-০ গোলে জয়ী হয়েছিল। ম্যাগুয়ারের ঘটনাটি ইংল্যান্ড শিবিরে কোন ধরনের প্রভাব পড়বে না বলেই বিশ^াস করেন সাউথগেট। আগামী ৫ সেপ্টেম্বর রেকিজাভিকে আইসল্যান্ড ও ৮ সেপ্টেম্বর কোপেনহেগেন ডেনমার্কের মুখোমুখি হবে ইংল্যান্ড।
প্রথমবারের মত সাউথগেটের দলে ডাক পেয়েছেন তরুন প্রতিভা ফিল ফোডেন, ম্যাসন গ্রীনউড ও কালভিন ফিলিপস। ২০ বছর বয়সী ফোডেন ম্যানচেস্টার সিটির মধ্যমাঠে নিজেকে দারুনভাবে প্রমান করেছেন। অন্যদিকে ১৮ বছর বয়সী স্ট্রাইকার গ্রীনউড ইউনাইটেডের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের মূল অস্ত্র হয়ে উঠতে পারেন। এই দলে আরো ডাক পেয়েছেন গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৫ গোল করা সাউদাম্পটনের স্ট্রাইকার ড্যানি ইনগিস। এর আগে ২০১৫ সালে তিনি ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন। এছাড়াও দলে রয়েছেন অভিজ্ঞ মার্কোস রাশফোর্ড, কাইল ওয়াকার ও স্টার্লিংয়ের মত তারকারা।
বাসস/নীহা/১৫৩৫/স্বব