বাসস দেশ-১৩ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ মৃত্যুবার্ষিকীতে ঢাবি’র কর্মসূচি

101

বাসস দেশ-১৩
ঢাবি-জাতীয় কবি-মৃত্যুবার্ষিকী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ মৃত্যুবার্ষিকীতে ঢাবি’র কর্মসূচি
ঢাকা, ২৬ আগস্ট, ২০২০(বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) আগামীকাল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সোয়া ৭ টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের একটি শোভাযাত্রা এবং কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।
এছাড়া, সকাল সাড়ে ১০ টায় উপাচার্যের সভাপতিত্বে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। নজরুল বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম আলোচনা সভায় বক্তৃতা করবেন।
বাসস/সবি/এসএস/১৫১৮/-কেজিএ