বাজিস-৬ : ভোলার চরফ্যাসনে মাছের পোণা অবমুক্ত

131

বাজিস-৬
ভোলা-মাছের-পোণা-অবমুক্ত
ভোলার চরফ্যাসনে মাছের পোণা অবমুক্ত
ভোলা, ২৬ আগস্ট, ২০২০ (বাসস) : জেলার চরফ্যাসন উপজেলায় আজ কার্প জাতীয় মাছের পোণা অবমুক্ত করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলার সরকারি কলেজ চত্বর সংলগ্ন পুকুরসহ মোট ২১টি সরকারি পুকুর-জলাশয়ে ৩৩৪ কেজি পোণা অবমুক্ত করা হয়। সরকারের রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, দেশের পুকুর জলাশয়ে মাছের উৎপান বৃদ্ধি ও আমিশের চাহিদা পুরণ করার জন্য প্রতিবছরই সরকার এ কর্মসূচি পালন করে থাকে। ইতোমধ্যে দৌলতখান উপজেলায় পোণা অবমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সকল উপজেলায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
বাসস/এইচএএম/১৪০৭/নূসী