তিন ধাপের পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছে অনুর্ধ-১৯ দলের ক্রিকেটাররা

261

ঢাকা, ২৫ আগস্ট ২০২০ (বাসস) : অনুর্ধ-১৯ জাতীয় প্রাথমিক দলের জন্য বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ক্রিকেটারদের ভালভাবে প্রস্তুতি নিতে সহায়তার লক্ষ্যে এই প্রশিক্ষনকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে।
ইফেতেখার হোসেন ইফতি ছাড়া ৪৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডের বাকী সব সদস্য ইতোমধ্যে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছে। এর আগে তারা সকলেই করোনা পরীক্ষায় উন্নীত হয়েছে।
আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। সেখান থেকেই কোচরা চুড়ান্ত স্কোয়াড বাছাই করে নেবে। বাকীদের স্কোয়াড থেকে সরিয়ে দেয়া হবে। ব্যাটিং কোচ মেহরাব হোসেন অপি বলেন, তিনটি ভিন্ন ভিন্ন অংশ বিভক্ত করা হয়েছে গোটা প্রশিক্ষন কার্যক্রমকে।
ক্রিকেট বোর্ডের মাধ্যমে এক ভিডিও বার্তায় অপি বলেন,‘ আমাদের এই ক্যাম্পটি তিনটি ভিন্ন ভিন্ন পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আমরা ছেলেদের সুনির্দিষ্ট দক্ষতা নিয়ে কাজ করব। এই পর্বে পেসার, স্পিনার ও ব্যাটসম্যানদের জন্য থাকছে ৫দিনের স্কিল প্রশিক্ষন।
এরপর শুরু হবে আট দিনের নেট সেশন। এই দুই পর্বে ছেলেরা নিজেদের মুল্যায়ন করতে পারবে বলে আশা করছি। জাতীয় দলের সাবেক এ ওপেনার বলেন,‘ তৃতীয় ও চুড়ান্ত পর্বে আমরা প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের সমন্বয়ে তিনটি দল তৈরী করব এবং তাদেরকে নিয়ে কয়েকটি ম্যাচের আয়োজন করব। যা আমাদেরকে চুড়ান্ত দল গঠনে সহায়তা করবে।
এদিকে শেষ পর্যন্ত প্রশিক্ষন শুরুর সুযোগ পেয়ে দারুন খুশি ভবিষ্যতের তারকারা। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত অনুর্ধ -১৯ বিশ^কাপের শিরোপা জয়ী স্কোয়াডে থাকা প্রান্তিক নওরোজ নাবিল বলেন,‘ এখানে আবার ফিরতে পারাটা ভাল হয়েছে। এটি আমাদের জন্য দারুন সুযোগ। এই উদ্যোগ গ্রহনের জন্য আমি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই।’
তিনি গণমাধ্যমেকে আরো বলেন,‘ করোনা মহামারির কারণে আমরা প্রশিক্ষন নিতে পারিনি। এই ক্যাম্প আয়োজনের কৃতিত্ব অবশ্যই বিসিবির প্রাপ্য। প্রস্তুতির জন্য সব ধরনের সুযোগ সুবিধাই এখানে রয়েছে। ফলে মহামারিজনীত কারণে আমাদের যেটুকু ঘাটতি হয়েছে সেটি পুষিয়ে নেয়া যাবে।’
তার সঙ্গে সুর মিলিয়ে সতীর্থ রিহাদ খান বলেন,‘ একত্রে অনুশীলণ করাটা বেশ ভাল দিক। কঠোর এই অনুশীলনের মাধ্যমে আমাদের মধ্যে যেটুকু ত্রুটি বিচ্চুতি রয়েছে তা সংশোধন করা সম্ভব হবে।’