বাসস দেশ-৬ : সেক্টর কমান্ডার সি আর দত্তের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

112

বাসস দেশ-৬
স্বরাষ্ট্রমন্ত্রী-শোক
সেক্টর কমান্ডার সি আর দত্তের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ২৫ আগস্ট, ২০২০ (বাসস) : একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
আজ এক শোকবার্তায় মন্ত্রী, তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মেজর জেনারেল (অব.) সি. আর দত্ত বীর উত্তম মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলাদেশ বর্ডার গার্ড (অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস)-র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
তিনি আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স ৯৩ বছর।
তিনি বার্ধক্যজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মেয়ের বাসায় থাকতেন।
বাসস/সবি/এফএইচ/১৩২০/-কেজিএ