বাসস দেশ-৩২ : করোনায় আক্রান্ত সংসদ সদস্য দবিরুল ইসলামকে ঠাকুরগাঁও হতে ঢাকায় আনা হয়েছে

305

বাসস দেশ-৩২
দবিরুল-ঢাকায়
করোনায় আক্রান্ত সংসদ সদস্য দবিরুল ইসলামকে ঠাকুরগাঁও হতে ঢাকায় আনা হয়েছে
ঢাকা, ২৪ আগস্ট, ২০২০ (বাসস): করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ্য ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মো. দবিরুল ইসলাম এমপিকে ঠাকুরগাঁও হতে ঢাকায় আনা হয়েছে।
তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার জরুরী ভিত্তিতে ঠাকুরগাঁও হতে বিমান বাহিনীর এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এ মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।
বিমান বাহিনীর এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত আলহাজ¦ মো. দবিরুল ইসলাম এমপিকে ঠাকুরগাঁও হতে বিমান বাহিনীর এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার যোগে জরুরী ভিত্তিতে ঢাকায় আনা হয়।
বাসস/আইএসপিআর/এফএইচ/২২১৫/এবিএইচ