বাজিস-৫ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে জয়পুরহাটে বিএমডিএ’র বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

195

বাজিস-৫
জয়পুরহাট- মুজিববর্ষ
‘মুজিববর্ষ’ উপলক্ষে জয়পুরহাটে বিএমডিএ’র বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন
জয়পুরহাট, ২৪ আগস্ট ২০২০ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলার ক্ষেতলাল উপজেলায় আজ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর উদ্যোগে আজ সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচি উদ্বোধন করেন। ক্ষেতলাল- গোপিনাথপুর সড়কের পাশে ফলদ বৃক্ষ রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী তারিখ আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন প্রমুখ।
এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির দশহাজার ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপন করা হবে।
বাসস/সংবাদদাতা/২০০০/এমকে