বাসস ক্রীড়া-১৪ : সাদারল্যান্ড এখন গলফ অস্ট্রেলিয়ার প্রধান

170

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-সাদারল্যান্ড
সাদারল্যান্ড এখন গলফ অস্ট্রেলিয়ার প্রধান
সিডনি, ২৪ আগস্ট ২০২০ (বাসস) : দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে বল-বিকৃতি
কেলেঙ্কারির পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জেমস সাদারল্যান্ড। কিছু দিন আগে সে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর এবার দেশটির গলফ ফেডারেশনের সভাপতি হিসেবে নিয়োগ পেলেন সাদারল্যান্ড।
বর্তমানে গলফ অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে আছেন স্টিফেন পিট। তার কাছ থেকে আগামী পহেলা অক্টোবরে দায়িত্ব গ্রহন করবেন ৫৫ বছর বয়সী সাদারল্যান্ড।
১৭ বছর যাবৎ ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্বে থাকা সাদারল্যান্ড বলেন, ‘ গলফে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছসিত, অবশ্যই গলফ অস্ট্রেলিয়ার হয়ে। কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হলো দেশের খেলাধুলার জন্য।’
গলফ অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এন্ড্রু নিউবোল্ড জানান, অভিজ্ঞ কারও হাতে দায়িত্ব তুলে দিতে পারায় খুশী। তিনি বলেন, ‘ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে আর্থিক এবং কর্পোরেট স্টেকহোল্ডারদের সাথে দারুন সর্ম্পক রয়েছে সাদারল্যান্ডের।’
বাসস/এএমটি/১৯২০/স্বব