বাসস ক্রীড়া-১২ : কোহলির দলকে ভারতের সর্বকালের সেরা টেস্ট দল বলছেন গাভাস্কার

126

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-গাভাস্কার
কোহলির দলকে ভারতের সর্বকালের সেরা টেস্ট দল বলছেন গাভাস্কার
নয়া দিল্লি, ২৪ আগস্ট ২০২০ (বাসস) : বিরাট কোহলির নেতৃত্বাধীর বর্তমান দলটিকে ভারতের সর্বকালের সেরা টেস্ট স্কোয়াড মনে করছেন দেশটির কিংবদিন্ত ক্রিকেটার সুনীল গাভাস্কার। ভারতের এই দলটি বিশ্বের যেকোন কন্ডিশনে জয় তুলে নেয়া সামর্থ্য রাখে বলে মনে করেন গাভাস্কার।
তিনি বলেন, ‘এক সময় কোহলির ভারত টেস্টে এক নম্বর দল ছিল। কোহলির এই দলটিই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। তাই আমার মতে, কোহলির এই টেস্ট দলটিই ভারতের সেরা।’
গাভাস্কার আরও বলেন, ‘আমার মতে ভারসাম্য-দক্ষতা-ক্ষমতা,মানিসকিতা, জয়ের জন্য সব সময়ই ক্ষুধার্ত থাকে কোহলির এই দলটি। একাদশে সুযোগ পেতে সকলেই পারফরমেন্স করতে হয়। খেলোয়াড়দের মধ্যে এতটা প্রতিযোগিতা আমি ভারতের আগের কোন টেস্ট দলে দেখিনি।’
কোহলির দলকে কেন এগিয়ে রাখছেন, সেই যুক্তিও তুলে ধরেন গাভাস্কার। বোলাররা এই দলটাকে সেরা বানিয়েছে বলে জানান গাভাস্কার, ‘যে কোনও দলের বিপক্ষে জয়ের জন্য এই দলের দুর্দান্ত একটি বোলিং ইউনিট আছে। দলটার বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। এই বোলিং শক্তির কোনও সহায়তার প্রয়োজন হয় না। ব্যাটিংয়ের দিক থেকে যদি তুলনা করা হয়, তবে আশির দশকের ভারতীয় দলের সাথে মিল লক্ষ্য করা যায়। কিন্তু কোহলি দলের মতো বোলিং শক্তি ছিল না অন্য কোন দলে।’
দলের পেসারদের প্রশংসা করে গাভাস্কার আরও বলেন, ‘ভারতের বোলিং আক্রমণ খুবই বৈচিত্র্যপূর্ণ। এই ধরনের বৈচিত্র্যই দরকার বোলিংয়ে। বিশ্বের অন্যান্য দেশের বোলিং আক্রমন এজন্যই সেরা হয়েছে। ২০টা উইকেট ফেলতে না পারলে টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়। কিন্তু এখন ভারতের পেসাররা ২০ উইকেট নিতে পারে। দু’টি একটি ম্যাচে নয়, বেশ কয়েকটি ম্যাচে তা করে দেখিয়েছে তারা। বুমরাহ-সামি-ইশান্ত-উমেশরা দারুন করছে।’
বাসস/এএমটি/১৯০০/স্বব