বাসস ক্রীড়া-১০ : ধোনি উপরের দিকে ব্যাট করলে আরো বেশি রান পেত: গাঙ্গুলী

118

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-গাঙ্গুলী
ধোনি উপরের দিকে ব্যাট করলে আরো বেশি রান পেত: গাঙ্গুলী
নয়া দিল্লি, ২৪ আগস্ট ২০২০ (বাসস) : ক্যারিয়ারের শুরুর দিকে হাতে-গোনা কয়েকবার ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেলেছেন সদ্যই ক্রিকেটকে বিদায় বলা ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সময় গড়ানোর সাথে-সাথে ও দলের দায়িত্বভার নেয়ার পর ব্যাটিং অর্ডারে ছয় বা সাত নম্বরে নিজের জায়গা পাকা করে ফেলেন ধোনি। এতে ম্যাচ শেষ করার গুরুত্বপূর্ণ কাজটি করতে পারায় ‘ফিনিশার’ উপাধিও পেয়েছেন ধোনি। তবে ভারতের আরেক সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি গাঙ্গুলি মনে করেন, ধোনি যদি টেন্ডুলকারের মত উপরের দিকে ব্যাট করতে নামতো, তবে ক্যারিয়ারে আরও অনেক রান করতো।
ভারতীয় সংবাদ মাধ্যমকে গাঙ্গুলি বলেন, ‘আমি অবসর নেওয়ার পর অনেকবারই ধোনিকে বলেছিলাম, সে যেন ব্যাটিং অর্ডারে উপরের দিকে ব্যাট করে। উপরের দিকে ব্যাট করার সামর্থ্য তার আছে। আসলে ব্যাটিং অর্ডারে যেকোন পজিশনে ব্যাট করার ক্ষমতা রাখে সে।’
ক্যারিয়ারের শুরুতে গাঙ্গুলীকে অধিনায়ক হিসেবে পেয়েছিলেন ধোনি। ওয়ানডেতে প্রথম চার ইনিংসে ২২ রান করেছিলেন তিনি। চারবারই সাত নম্বরে ব্যাট হাতে নেমেছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধোনি। এরপর ধোনিকে নিয়ে জুয়া খেলেন গাঙ্গুলী।
২০০৫ সালে বিশাখাপতœমে পাকিস্তানের বিপক্ষে ধোনিকে ব্যাটিংএ প্রমোশন নিয়ে তিন নম্বরে পাঠান ঐ ম্যাচের অধিনায়ক গাঙ্গুলী। উপরের দিকে ব্যাট করে নিজের সামর্থের প্রমান দেন ধোনি।১৫টি চার ও ৪টি ছক্কায় ১২৩ বলে ১৪৮ রান করেন ধোনি।
এরপর ঐ বছরই জয়পুরে শ্রীলংকার বিপক্ষে আবারো তিন নম্বরে ব্যাট হাতে বিধ্বংসী রুপ দেখান ধোনি। ১৫টি চার ও ১০টি ছক্কায় ১৪৫ বলে অপরাজিত ১৮৩ রান করেন ধোনি। এমন দু’টি ইনিংসই ধোনির ক্যারিয়ার গতিপথ ঠিক করে দেয়।
ধোনিকে তিন নম্বরে পাঠানোর নিয়ে গাঙ্গুলী বলেন, ‘চ্যালেঞ্জার ট্রফিতে আমার দলের হয়ে একটি ম্যাচে ওপেন করতে নেমে সেঞ্চুরি করেছিলো ধোনি। তার দক্ষতা এবং ক্ষমতা সম্পর্কে আমার ধারণা ছিল। সেই কারণেই বিশাখাপতœমে ধোনিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়েছিলাম। সেটি আমার একারই সিদ্বান্ত ছিলো। ধোনি যখনই বেশি ওভার খেলার সুযোগ পেয়েছে, তখনই বড় রান করেছে। বড় ইনিংস খেলার আগ্রহ ও ইচ্ছাশক্তি প্রবল ছিলো ধোনির।’
ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান উদাহরন টেনে এনে গাঙ্গুলী বলেন, ‘ওয়ানডেতে ছ’নম্বরে ব্যাট করলে টেন্ডুলকার ক্যারিয়ারে এত রান করতে পারতো না। ড্রেসিংরুমে ব্যাট হাতে বসে থেকে, কেউ বড় ক্রিকেটার হতে পারে না। ধোনির ছক্কা মারার দারুণ ক্ষমতা ছিল। বড় ইনিংস খেলার ধৈর্য্য ছিলো। অধিনায়ক হবার পর ও ক্যারিয়ারের শেষের দিকে নিজের খেলার ধরন বদলে ফেলে সে। কিন্তু শুরুর দিকে বিধ্বংসী ব্যাটিং করতে পারতো ধোনি। তাই তার আরও বেশি উপরের দিকে ব্যাটিং করা উচিত ছিলো।’
বাসস/এএমটি/১৮৩৫/স্বব