বাসস বিদেশ-১০ : বৈরুত বিস্ফোরণে ২ হাজার ৬০টি রেস্টুরেন্ট ও ১৬৩টি হোটেলের মারাত্মক ক্ষতি

119

বাসস বিদেশ-১০
বৈরুত- বিস্ফোরণ- ক্ষতি
বৈরুত বিস্ফোরণে ২ হাজার ৬০টি রেস্টুরেন্ট ও ১৬৩টি হোটেলের মারাত্মক ক্ষতি
বৈরুত, ২৪ আগস্ট, ২০২০(বাসস ডেস্ক): লেবাননের রাজধানী বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ২ হাজার ৬০টি রেস্টুরেন্ট ও ১৬৩টি হোটেলের মারাত্মক ক্ষতি হয়েছে। দেশটির সিন্ডিকেট অব হোটেলস ওনার্স এর প্রেসিডেন্ট পিয়েরে আশকার সোমবার এ কথা বলেন।
আলনাসারা নিউজ ওয়েবসাইটের খবরে এ কথা বলা হয়েছে। আশকার আরো বলেন, ক্ষতি পরিমাপ করে দেখা গেছে প্রতি হোটেলের ১ লাখ মার্কিন ডলার থেকে ১ কোটি ৪০ লাখ ডলার পর্যন্ত ক্ষতি হয়েছে। তবে অপ্রত্যক্ষ ক্ষতির পরিমাপ করা খুব কঠিন বলে তিনি জানান।
তিনি বলেন, বিস্ফোরণের কারণে হোটেলগুলো হয় পুরোপুরি না হয় আংশিক বন্ধ হওয়ার কারণে পর্যটন খাতের অর্ধেকেরও বেশি লোক কর্মহীন হয়ে পড়েছে।
উল্লেখ্য গত ৪ আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ দ’ুটি বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৭৭ জন নিহত এবং আরো ৬ হাজার লোক আহত হয়।
বাসস/জুনা/১৭০০/জেহক