বাসস ক্রীড়া-১১ : পিএসজিতে প্রতিদ্বন্দ্বিতায় গোলরক্ষক বুফন

139

বাসস ক্রীড়া-১১
ফুটবল-পিএসজি-বুফন-লড়াই
পিএসজিতে প্রতিদ্বন্দ্বিতায় গোলরক্ষক বুফন
সিঙ্গাপুর, ২৯ জুলাই ২০১৮ (বাসস/এএফপি) : প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) গিয়ে এক নম্বর গোলরক্ষকের জার্সি নিয়ে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন ইতালীর কিংবদন্তী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। যদিও কোচ থমাস টাসেল বলেছেন, তিনি এখনো সিদ্ধান্ত নেননি কাকে এক নম্বর গোলরক্ষক করবেন।
৪০ বছর বয়সে এসে প্রথমবারের মত বিদেশের ক্লাবে খেলতে গেছেন বুফন। তবে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফরাসি ক্লাবে পৌঁছেই তিনি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। সেরা গোলরক্ষকদের পেয়ে কিছুটা বিব্রতকর অবস্থাতেই পড়ে গেছেন পিএসজির নবনিযুক্ত কোচ টাসেলও। কারণ ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য আলফনসে অ্যারেওলা, জার্মান আন্তর্জাতিক ক্যাভিন ট্র্যাপ, সেবাস্তিয়ান চিবুইস এবং রেমি দেশ্যম রয়েছেন এই প্রতিদ্বন্দ্বিতায়।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিতে সিঙ্গাপুরে আসা পিএসজি কোচ আজ বলেন, তিনি (বুফন) নিজের অবস্থান নিয়ে ভীত নন। অবশ্য অবস্থান পাওয়ার লড়াইয়ে নামতে এতটুকু ভয় নেই কেভিন ও আলফনসে’র মধ্যেও। অন্য পজিশনগুলোতেও এ ধরনের লড়াই দেখতে চাই।’
জর্মানির এই কোচ বলেন, ‘এই ধরনের পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে নির্ভার হয়ে, কিন্তু পরিষ্করভাবে। যখন দলের সাবাই চলে আসবে, এবং দলের মধ্যে সেরা অবস্থান পাওয়ার জন্য নিজেদের মেলে ধরবে, তখনই কেবল সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।’
জুভেন্টাসের হয়ে ক্যারিয়ারের ১৭ বছর অতিবাহিত করা বুফন তাদের হয়ে ৬৫৬টি ম্যাচে অংশ নিয়েছেন। সেরা একাদশে জায়গা পেতে খুব একটা বেগ পেতে হবে না বলেই মনে করেন তিনি। বুফন বলেন, ‘২৪ বছরের ক্যারিয়ারে কেউ কখনো আমার এক নম্বর জার্সি নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। কঠোর অনুশীলন এবং যোগ্যতার কারণেই এটি সম্ভব হয়েছে। এটি আমি ধরে রাখার চেষ্টা করবো। একই সঙ্গে ক্লাবের অন্য গোলরক্ষকদেরও উন্নতিতে সহায়তা করার চেষ্টা করবো।’
চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের লক্ষ্যে ২০০৬ বিশ্বকাপ জয়ী বুফন এক বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেয়ার কথা অস্বীকার করে বলেন, ‘শীর্ষ পর্যায়ে খেলা চালিয়ে যাবার মানষেই আমি এই সিদ্ধান্তটি নিয়েছি। আমি মনে করি ইতালীতে ৪০ বছর কাটিয়ে দেয়ার পর একটি পরিবর্তন আমার পেশাদারিত্বের দিক থেকে খুবই ভাল।’
বাসস/এএফপি/এমএইচসি/১৭১০/মোজা/স্বব