বাসস ক্রীড়া-১০ : ধোনির জন্য বিদায়ী ম্যাচ চান সাকলাইন

101

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ধোনি-সাকলাইন
ধোনির জন্য বিদায়ী ম্যাচ চান সাকলাইন
করাচি, ২৩ আগস্ট ২০২০ (বাসস) : গত ১৫ আগস্ট সন্ধ্যায় হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকেই দুটি বিশ্বকাপ জয়ী ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বন্দনায় মেতেছে গোটা ক্রিকেট বিশ্ব। তবে ধোনির এমন অবসর ভালো লাগেনি পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের। ইনজামামের সুরে কথা বললেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুস্তাকও।
ধোনির হঠাৎ অবসরে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোন ভূমিকা না রাখায় হতাশা প্রকাশ করেছেন সাকলাইন।
নিজের ইউটিউব চ্যানেলে সাকলাইন বলেন, ‘আমি সব সময়েই ইতিবাচক কথা বলি। নেতিবাচক কথা আমার পছন্দ নয়, আমি তা বলি না। আমার মনে হয়েছে, ধোনির কাছে হেরেছে বিসিসিআই। ধোনির মতো এক জন এত বড় মাপের ক্রিকেটারের সাথে বিসিসিআই যেমন আচরণ করলো, তা ঠিক হয়নি। এ ভাবে ধোনির অবসর নেওয়াটা ঠিক হয়নি। এটা আমার হৃদয়ের কথা। আমার মনে হয় অগণিত সমর্থকও আমার মতো করেই ভাবছে। এই ধরনের মন্তব্য করার জন্য আমি দুঃখিত। ধোনির সাথে বিসিসিআই কাজটি ঠিক করেনি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও আইপিএল খেলবেন ধোনি। আসন্ন আইপিএলের জন্য বর্তমানে দুবাইয়ে আছেন তিনি। আইপিএলে খেলা ও অবসর নেয়া ধোনির ব্যক্তিগত সিদ্বান্ত বলে জানান সাকলাইন, ‘ধোনি আইপিএল খেলবে এটা ভাল দিক। এটি সম্পূর্ণ ধোনির বিষয়। প্রতিটি ক্রিকেটারেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, নিজস্ব পরিকল্পনা থাকে। আমারও সেই স্বপ্ন ছিল। কিন্তু চোটের জন্য আমার সেই স্বপ্ন পূরণ হয়নি। আমার বিশ্বাস, ধোনিরও কিছু স্বপ্ন আছে।’
অবসর নিয়ে নিলেও, এখনো ধোনির ফেয়ারওয়েল ম্যাচের আশা করেন সাকলাইন, ‘ধোনি ফেয়ারওয়েল ম্যাচ পাবে বলে আশা করি। দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের এমন বিদায় কাম্য নয়।’
বাসস/এএমটি/১৮৫২/স্বব