বাসস দেশ-১৪ : দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতা

95

বাসস দেশ-১৪
করোনা-আপডেট
দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতা
ঢাকা, ২৩ আগস্ট, ২০২০ (বাসস) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৬৯তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কমেছে। পাশাপাশি সুস্থতাও বেড়েছে।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১২ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৬ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৯৪১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২৯৩ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১১ হাজার ৩৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৬৫ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৯ দশমিক ৯৫ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৬৮ শতাংশ কম।
দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। গতকালের চেয়ে আজ ৫৭১ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিল ২ হাজার ৯৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৭৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬০ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৭৯ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯৫৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১০ হাজার ৫৯৫ জনের। গতকালের চেয়ে আজ ৩৬৪টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৯১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৮০১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ৩৫৬ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৫৫৫টি কম পরীক্ষা হয়েছে।

বিস্তারিত আসছে………
বাসস/এএসজি/এমএসএইচ/১৭২৫/-এএএ